মিশরে আড়াই হাজার বছরের কফিন আবিষ্কার
মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে রহস্যময় সাহারা মরুভূমি। এই মরুভূমির গভীরে সাক্কারা নামের একটি সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে আড়াই হাজার বছরের পুরানো ১৩টি মমি। এই মমিগুলো নিয়ে গবেষণা করছেন পুরাতত্ত্ববিদেরা।
গবেষক দলের অনুমান, মমিগুলো প্রায় আড়াই হাজার বছর আগে সিল করে দেওয়া হয়েছিল। এত দিন পরেও সেগুলো যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। এমনকি কাঠের মমিগুলোর গায়ে রংও রয়েছে অনেকটাই অক্ষত। এছাড়াও ওই সমাধিক্ষেত্র থেকে কয়েক হাজার সারকোফ্যাগাস পাওয়া গিয়েছে। বোতলাকৃতি, মানুষের মতো নকশা করা এই সিল করা পাত্রগুলো অন্তেষ্টিক্রিয়ার সময় ব্যবহার হত।
মিশরের পর্যটন মন্ত্রণালয়ের জানিয়েছে, সমাধিতে মমিগুলো একটির উপর আর একটি সাজিয়ে রাখা হয়েছিল। ভূমি থেকে প্রায় ১১ মিটার নীচে পাওয়া গেছে তাদের।
পর্যটনমন্ত্রী খালেদ আল-আনানি বলেছেন, 'যখন নতুন পুরাতাত্ত্বিক কিছু খুঁজে পাওয়া যায়, এটা একটা অন্য রকম অনুভূতি। আমাদের জন্য '