মাস্ক পরে চশমা ঝাপসা হওয়ার সমস্যায় এল শৈল্পিক রূপ
করোনা পরিস্থিতিতে মাস্ক না পরে উপায় নেই। কিন্তু এতে চশমাধারীদের কিন্তু আরেক সমস্যার সামনে পড়তে হয়। মাস্ক পরে থাকার সময়ে শ্বাস-প্রশ্বাসের ফলে চশমা ঝাপসা হয়ে যাচ্ছে। এই সমস্যার কোন সমাধান নেই, কিন্তু তবু বিরক্তিকর এই দৈনন্দিন সমস্যাকে একটু শৈল্পিক রূপ দিয়ে দুঃখ কমানোর উপায় নিয়ে এলেন জাপানি শিল্পী তাকাহিরো শিবাতা।
চশমা ঝাপসা হয়ে আসার সমস্যায় ভুগছিলেন তাকাহিরো নিজেও। তবে শিল্পীস্বত্ত্বা এখানেও খুঁজে এনেছে শৈল্পিক রূপ। তিনি এমন একটি বিশেষ ধরনের মাস্ক তৈরি করেছেন, যা পরলে চশমা ঝাপসা হয়ে গেলেও তা অস্বস্তির থেকে বেশি, মনে আনন্দ আর জিভে জল নিয়ে আসবে।
তাকাহিরোর বানানো এই থ্রিডি মাস্ক দেখতে একদম আসল নুডসলস ভরা পাত্রের মতো। ন্যুডলসের সঙ্গে আছে ডিম, ফিশকেক ইত্যাদি। ফলে এই মাস্ক আর চশমা পরা কাউকে দেখলে মনে হবে মুখের একদম সামনে নুডলসের পাত্র ধরা রয়েছে, আর তা থেকে গরম ভাপ উঠছে। মনে হবে, সেই ভাপ থেকেই চশমা ঝাপসা হয়ে যাচ্ছে।
এই ত্রিমাত্রিক মাস্কটি দেখতে ভারি মনে হলেও কাপড়ের মতো হালকা উপাদানে তৈরি এটি। তাকাহিরো জানান, 'এটি খুব হাল্কা উপাদানে তৈরি মাস্ক। ফলে এটি পরে থাকতে সমস্যা হবে না।' আর এই মাস্ক পরে বাইরে বের হলে বাকিরাও তাকিয়ে থাকবে লোলুপ দৃষ্টিতে।
টাকাহিরোর এই মাস্ক আর তা তৈরির কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।