মাছি মারতে গিয়ে ঘর জ্বালিয়ে দিলেন ৮০ বছরের বৃদ্ধ
মাছি মারতে গিয়ে নিজের ঘরের একাংশ জ্বালিয়ে দিয়েছেন ফ্রান্সের এক ব্যক্তি।
বিবিসির এক খবরে বলা হয়, ফ্রান্সের ডরডোগনি এলাকার পেরকাউল-চিনাউড গ্রামের ৮০ বছর বয়সী ওই ব্যক্তি রাতের খাবার গ্রহণ করতে বসলে, একটি মাছি তাকে ঘিরে ভনভন করে উড়তে থাকে যাতে বিরক্ত হন তিনি।
তিনি মশা-মাছি মারার একটি ইলেক্ট্রিক র্যাকেট নিয়ে মাছিটিকে তাড়াতে শুরু করেন। তবে বিপত্তি বাধে আরেক জায়গায়৷ ওই বাসায় গ্যাসের সিলিন্ডারে ছিদ্র থাকায় গ্যাস বেরিয়ে রুমে জমা হতে থাকে। ফলে র্যাকেট থেকে বের হওয়া স্পার্ক গ্যাসে মিশে বিস্ফোরণের সৃষ্টি হয় এবং ওই বাসার রান্নাঘর ও ছাদের একাংশ ধ্বসে পড়ে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভাগ্যবান ওই ব্যক্তির মারাত্মক কোনো ক্ষতি হয়নি৷ শুধুমাত্র হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে তার।
ঘরটি মেরামত পর্যন্ত স্থানীয় একটি ক্যাম্প সাইটে ওই ব্যক্তিকে অবস্থান করতে হয় বলে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে।