মাকে হত্যা করে খাওয়ার অভিযোগে কাঠগড়ায় ছেলে
নিজের মাকে হত্যার পর মৃতদেহ খণ্ড-বিখণ্ড করে সে দেহাবশেষ খাওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। স্পেনের মাদ্রিদে ঘটা এ হত্যাকাণ্ডের এখন বিচার চলছে।
২০১৯ সালে আলবার্তো সানচেজ গমেজকে (২৬) গ্রেপ্তার করা হয়। এক বন্ধুর কাছ থেকে পাওয়া সূত্রের জেরে পুলিশ তার ৬৬ বছর বয়সী মায়ের বাড়িতে তল্লাশির উদ্দেশ্যে যায়।
অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পুলিশ ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহের অঙ্গপ্রত্যঙ্গ পায়, কিছু অংশ প্লাস্টিক কন্টেইনারেও রাখা ছিল। তাকে আটকের দিনে সেখানে কি পরিমাণ ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল, সে কথা আদালতকে জানিয়েছে পুলিশ।
আদালতের কাছে অভিযুক্ত পুত্র জানিয়েছে, মাকে হত্যা বা মেরে ফেলার পর মৃতদেহ ভক্ষণের কোন স্মৃতি তার মনে নেই।
তবে গ্রেপ্তারের আগে তিনি 'পার্সোনালিটি ডিসঅর্ডার' এবং মাদকাসক্তে ভুগছিলেন বলে জানা যায়।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, আলবার্তো আগে থেকেই পুলিশের কাছে তার মা মারিয়া সোলেদাদ গামেজের ওপর অত্যাচারের জন্য পরিচিত ছিলেন। গ্রেপ্তারের সময়ও তিনি পূর্বে জারিকৃত একটি নিয়ন্ত্রণমূলক আদেশের লঙ্ঘন করেছিলেন।
স্পেনের জনপ্রিয় দৈনিক 'এল মুন্ডো' জানায়, অ্যাপার্টমেন্টের ভেতরে মানুষের দেহের অংশবিশেষ রান্না করা হচ্ছিল এবং কিছুটা অংশ কন্টেইনারে পুরে রাখা হয়েছিল।
তবে সেখানে বলা হয়েছে, অভিযুক্ত তার মাকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছেন। বিভিন্ন সময় তিনি মৃতদেহ থেকে অংশবিশেষ আলাদা করে খেয়েছেন, আবার মাঝে মাঝে কিছু অংশ কুকুরকেও খেতে দিয়েছেন।