মহাকাশে সমুচা পাঠানোর চেষ্টা

মহাশূন্যে সমুচা পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এক ইংরেজ রেস্টুরেন্ট ব্যবসায়ীর। মহাশূন্যের পরিবর্তে সমুচার প্যাকেজটি গিয়ে ভেঙ্গে পড়েছে ফ্রান্সের একটি স্থানে।
এই পুরো ঘটনার সারসংক্ষেপ করা একটি ভিডিও এখন হাসির খোঁড়াক যোগাচ্ছে অনলাইন জুড়ে।
নিরাজ গাদের, যিনি ইংল্যান্ডের বাথে ভারতীয় ফাস্ট ফুড রেস্টুরেন্ট 'চা ওয়ালার' মালিক, তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একটি সমুচা এবং একটি মোড়ক মহাকাশে পাঠাতে চান।
এ বিষয়ে তিনি বলেন, আমি একবার রসিকতা করে বলেছিলাম যে আমি মহাকাশে একটি সমুচা পাঠাব এবং তারপর আমি ভেবেছিলাম এই বাজে সময়ে আমরা সবাই হাসির কারণ হিসেবে এটিকে কাজে লাগাতে পারি।
তাই তিনি স্নাস্ক নিয়ে একটি বাক্সে রেখে সেটিকে একটি আবহাওয়া বেলুনের সাথে সংযুক্ত করে দিলেন। বেলুনটিতে একটি গো-প্রো ক্যামেরা এবং একটি জিপিএস ট্র্যাকার ছিল।
একাধিক ব্যর্থ প্রচেষ্টার পর গাদের কিছু বন্ধুর সাহায্যে একটি হিলিয়াম বেলুনে বাক্সটি বেঁধে তা উড়িয়ে দেওয়া হয়।
ভিডিওটিতে দেখা যায় বাথ স্কাইলাইনের উপর দিয়ে আকাশে ভ্রমণ করছে বাক্সটি। যদিও বেলুনে থাকা জিপিএস বিকল হয়ে গিয়েছিল।
তবে একদিন পরে জিপিএস আবার কাজ শুরু করে, এবং গাদের আবিষ্কার করে যে বাক্সটি ফ্রান্সের কাইক্সের একটি জঙ্গলে অবতরণ করেছে। তিনি এবং তার বন্ধুরা ইনস্টাগ্রামের মাধ্যমে এলাকার লোকজনকে মেসেজ করতে শুরু করেন যে কেউ বাক্সটি খুঁজে বের করতে ইচ্ছুক কিনা।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী অবশেষে তাদের বার্তায় সাড়া দেয় এবং ঐ এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও গাদেরের পক্ষ থেকে প্যাকেজটি উদ্ধারের চেষ্টা করেন।
অ্যালেক্স ম্যাথন নামের ঐ ব্যক্তি বলেন, ইনস্টাগ্রামে এই বার্তা পেয়ে আমি বেশ বিস্মিত হয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কেন সে আমার সাথে যোগাযোগ করেছে, কারণ বাক্স পড়ার জায়গাটা আমার বাড়ি থেকে ১ ঘণ্টা দূরের পথ।
পরে আমার মনে পড়ে যে আমি সেপ্টেম্বরে একটি কনসার্টের জন্য কাইক্সে গিয়েছিলাম।
অবশেষে, কয়েকদিন পরে অ্যালেক্স ম্যাথন জিপিএসের অবস্থানে যেতে সম্মত হন। এক ঘণ্টা গাড়ি চালানোর পর, ম্যাথন একটি মাঠের মাঝখানে ফেটে যাওয়া বেলুনটি আবিষ্কার করেন, যার মধ্যে একটি গো-প্রো ছিল। তবে খাদ্য সামগ্রী সহ বাক্সটি সেখানে ছিল না।
অ্যালেক্স ম্যাথন বলেন, এটা অনেকটা গুপ্তধনের সন্ধানের মতো। আমি তো ভেবেছিলাম এটা পাগলামি! আমরা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা দেখি।
এই পুরো প্রচেষ্টা সারা বিশ্বে খবরের শিরোনামে উঠে এসেছে। গাদের বলেন, তিনি খুশি যে তার খাদ্য নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে আরো সংগঠিতভাবে কিছু করার প্রতিশ্রুতি দেন তিনি।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস