ভাই-বোনদের সম্মিলিত বয়স ১ হাজার ৪২ বছর!

ডি'ক্রুজ ভাই-বোনদের বয়স ৭৫ থেকে ৯৭-এর মধ্যে। তাদের বয়সের যোগফল ১ হাজার ৪২ বছর ৩১৫ দিন ছাড়িয়ে গেছে। এর ফলে সম্মিলিত বয়সের হিসেবে নতুন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তারা।
২০১৮ সালে এক পারিবারিক পুনর্মিলনীতে গিনেজ বুকে নাম লেখানোর ভাবনা মাথায় আসে ড'ক্রুজ ভাই-বোনদের। ১২ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোটজনের নাম ইউজিনিয়া ওরফে জিনিয়া। বয়স ৭৫। তিনি তার এক ভাতিজাকে বলেন, 'বাহ, দারুণ তো! আমি গিনেজ বুকের কাছে চিঠি লিখে জানাচ্ছি!'
তার কথাকে ইয়ার্কি ভেবে অন্য ভাই-বোনেরা হেসে উড়িয়ে দিয়েছিলেন। অবশেষে ওই ঘটনার দুই বছর পর, গত ১৫ ডিসেম্বর গিনেজ কর্তৃপক্ষ তাদের জানায়, সম্মিলিত হিসেবে তারাই দুনিয়ার সবচেয়ে বেশি বয়সী ভাই-বোন। ওইদিন তাদের মোট বয়স ছিল ১ হাজার ৪২ বছর ৩১৫ দিন।
'শুরুতে কথাটা সত্য বলে মনে হয়নি; কেননা, আমি তো সবসময় শুনে এসেছিলাম, দুনিয়ার সবচেয়ে লম্বা কিংবা সবচেয়ে বেটে মানুষের রেকর্ড রাখে গিনেজ,' বলেন বর্তমানে লন্ডনবাসী জিনিয়া। তিনি আরও বলেন, 'তারা আমাদের বয়সের হিসেব রেখেছেন- ব্যাপারটি একইসঙ্গে বিস্ময়কর ও রোমাঞ্চকর। আমার সব ভাই-বোন এখনো জীবিত বলে আমি ভীষণ খুশি।'
ডি-ক্রুজ পরিবারের সবার জন্ম পাকিস্তানের করাচিতে; তবে বহুকাল ধরেই তারা কানাডা, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে বসবাস করছেন। একেকজন একেক দেশে থাকলেও বছরে অন্তত তিনবার বড় উৎসব ঘিরে সব ভাই-বোন একত্রিত হওয়ার চেষ্টা চালান। অবশ্য করোনাভাইরাসের কারণে ২০২০ সালটি ছিল ভিন্ন। এ সময়ে সশরীরে একত্রিত হতে না পারলেও ভার্চুয়ালি সংযুক্ত থেকেছেন। প্রতিদিন লন্ডনের স্থানীয় সময় সকাল ১১টায় ১২ ভাই-বোনের সবাই ভিডিও কনফারেন্সে মেতে ওঠার অভ্যাস ভালোভাবেই গড়ে তুলেছেন।

'ভিডিও কনফারেন্সের কারণে মনে হয় যেন আমরা আরও বেশি কাছাকাছি রয়েছি,' বলেন ৮০ বছর বয়সী তেরেসা।
জিনিয়ার বয়স যখন দেড় বছর, সে সময়ে মারা যান তাদের বাবা মাইকেল ডি'ক্রুজ। এরপর বেঁচে-বর্তে থাকাই ছিল এই ভাই-বোনদের প্রধান লক্ষ্য। আর তা তারা বেশ দারুণভাবে পেরেছেন।
'আমাদের পরিবারে ২২ বছরে ১২ শিশু জন্ম নেয়। আমাদের বাবা মারা যাওয়ার কালে আমার বয়স ছিল দেড় বছর। আমার মা আমাদের সবার দেখভাল করতেন। কী করে সবকিছু সামলাতেন তিনি, ভাবতেও পারছি না,' লন্ডন ফ্রি প্রেস'কে বলেন জিনিয়া। আরও বলেন, 'আমরা খুব গরিব ছিলাম। পাকিস্তানে আমাদের কোনো জীবনবীমা ছিল না।'
ডি'ক্রু ভাই-বোনদের নাম ও জন্ম তারিখ
ডরেন (৩ সেপ্টেম্বর ১৯২৩), প্যাট্রিক (৩০ সেপ্টেম্বর ১৯২৫), জেনেভিয়েভ (৪ জুলাই ১৯২৭), জয়েস (২ মার্চ ১৯২৯), রনি (২৪ আগস্ট ১৯৩০), বেরিল (২৬ আগস্ট ১৯৩২), জো (১ জুন ১৯৩৪), ফ্রান্সেস্কা (১৭ সেপ্টেম্বর ১৯৩৬), অ্যালথিয়া (২৭ জুলাই ১৯৩৮), তেরেসা (৯ জুন ১৯৪০), রোজমেরি (৩০ মার্চ ১৯৪৩) ও ইউজিনিয়া (২৪ অক্টোবর ১৯৪৫)।
- সূত্র: অডিটি সেন্ট্রাল