বৃদ্ধার জন্য সিঁড়িতে অফিস বসালেন ডিসট্রিক্ট কালেকটর!
বয়সের ভারে ন্যূব্জ এক আদিবাসী নারী। ঠিকমতো হাঁটতে পারেন না। বয়স্কভাতার খোঁজ নিতে এসে, খুঁটি ধরে ধরে, কোনোমতে এগোচ্ছিলেন। কিন্তু সিঁড়ি বেয়ে উঠবেন কী করে?
তাকে দেখা মায়া হলো এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তার। তিনি ডিসট্রিক্ট কালেকটর। তার অফিসের সিঁড়ির গোঁড়ায়, বৃদ্ধাটির কাছে নেমে এলেন নিজেই। ফাইলপত্র নিয়ে সেখানেই বসালেন অফিস। শুনলেন বৃদ্ধার অভিযোগ। দিলেন সমাধান।
বৃদ্ধার নাম আজমিরা মাঙ্গাম্মা। তিনি ভুপালপল্লির গুররাম্পেত গ্রামের বাসিন্দা। অন্যদিকে, মমতা ও দায়িত্ববোধের এমন উদাহরণ সৃষ্টিকারী ডিসট্রিক্ট কালেকটরের নাম মোঃ আবদুল আজিম।
এই ঘটনা ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতের। ঘটনাটি গত ফেব্রুয়ারির। সেই ঘটনা ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে, আবারও ভাইরাল হয়েছে।
সেদিন নিজের অফিসের নিচে, সিঁড়িতে আজমিরাকে বসে থাকতে দেখে নেমে এসেছিলেন আজিম। বুঝতে পেরেছিলেন, এই বৃদ্ধার পক্ষে সিঁড়ি বেয়ে তার অফিস কক্ষে যাওয়া সম্ভব নয়।
তাই বৃদ্ধার কাছে এসে জানতে চেয়েছিলেন, তার ওভাবে বসে থাকার কারণ। দুই বছর ধরে বয়স্কভাতা পাচ্ছেন না, জানিয়ে, এর একটা বিহিত করে দেওয়ার অনুরোধ আজিমকে করেন আজমিরা।
কালবিলম্ব না করে, সেখানে বসেই কাগজপত্র ঘেঁটে, প্রয়োজনীয় শুনানী শেষে ওই বৃদ্ধার সমস্যার সমাধান করে দেন ডিসট্রিক্ট কালেকটর আবদুল আজিম।
- সূত্র: দ্য হ্যান্স ইন্ডিয়া