বিল গেটস কন্যা জেনিফারের বেড়ে ওঠা

গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন বিশ্বের অন্যতম ধনী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা গেটস এর বড় মেয়ে জেনিফার গেটস। সম্প্রতি সাইডলাইনস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জেনিফার নিজের জীবন ও বড় হয়ে ওঠা নিয়ে কথা বলেন। চলুন জেনে নেয়া যাক মাইক্রোসফট এর সহপ্রতিষ্ঠাতা, বিলিওনিয়ার বাবার মেয়ে ২৪ বছর বয়সী জেনিফার গেটস সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য।
ছোটবেলায় নিজের চিকিৎসককে দেখে অনুপ্রাণিত হয়ে মেডিকেলের পড়ালেখা শুরু করেন জেনিফার। বর্তমানে তিনি মাউন্ট সিনাই আইকান স্কুল অব মেডিসিনের প্রথম বর্ষের ছাত্রী।
জেনিফারের সবচেয়ে বড় আগ্রহের জায়গা হল অশ্বারোহণ। মাত্র ৬ বছর বয়স থেকেই অশ্বারোহণের প্রতি তার আগ্রহ গড়ে ওঠে। ইতোমধ্যেই জেনিফার স্টিভ জবসের মেয়ে ইভ জবসের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

নিজের ব্যক্তিগত বিষয় জনসাধারণকে জানাতেও কার্পণ্য নেই জেনিফারের। জানুয়ারিতেই তিনি মিশরের নায়েল নাসারের সঙ্গে বাগদানের ঘোষণা দেন। নাসার নিজেও একজন প্রতিষ্ঠিত অশ্বারোহী।
বিল গেটস এর তিন সন্তানের মধ্যে জেনিফারই সবচেয়ে বড়। ররি ও ফোবি নামে তার আরও দুই ভাইবোন রয়েছে।
বাবার বিশ্বজোড়া খ্যাতি থাকলেও গেটস এর সন্তানরা যেন খানিকটা পর্দার আড়ালেই ছিলেন। ১৪ বছর বয়স পর্যন্ত জেনিফারকে দেওয়া হয়নি মোবাইল ফোনও।

জেনিফার ২০১৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান বায়োলজিতে ডিগ্রি নেন, পরবর্তী এক বছর তিনি অশ্বারোহণের প্রস্তুতি নিতে বিরতি নেন।
জেনিফার একজন প্রতিষ্ঠিত অশ্বারোহী। ২০১৭ তে ইউএস ইকুয়েস্ট্রিয়ানকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের সবচেয়ে প্রিয় ঘোড়া অ্যালেক্স এর কথাও, 'অ্যালেক্স খুবই চমৎকার-মিষ্টি, সহজেই চড়া যায়। আবার যে প্রয়োজন বুঝে গতিদানবও হতে পারে।'
জেনিফার নিজের পড়াশোনা ও অশ্বারোহণের এর সমন্বয় করতে গিয়ে হিমশিম খেলেও এই ব্যস্ততা তিনি পছন্দ করেন। জেনিফার ইতোমধ্যেই স্টিভেন স্পিলবার্গ, মাইকেল ব্লুমবার্গ এর মত তারকাদের কন্যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মেয়ের প্যাশনের প্রতি গুরুত্ব দিয়ে বিল গেটস ফ্লোরিডাতে সম্পত্তি কেনার কথাও ভেবেছেন। দ্য মায়ামি হেরাল্ড সূত্রে জানা যায়, গেটস ৩৭ মিলিয়ন ডলার সমমূল্যের সম্পত্তি কিনেছেন সেখানে।
ভ্রমণের প্রতিও জেনিফারের আগ্রহ রয়েছে। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে রয়েছে কুয়েত, স্পেন,অস্ট্রেলিয়াসহ আরও অনেক অসাধারণ স্থানে ভ্রমণের গল্প।

২০১১ সালেই বিল গেটস গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার সন্তানরা তার সম্পত্তির অণুমাত্র পাবে। সন্তানরা নিজে প্রতিষ্ঠিত হোক এমনটাই তিনি চান।
২০২০ এর জানুয়ারিতে নিজের ইনস্টাগ্রামে মিশরীয় অশ্বারোহী নায়েল নাসারের সঙ্গে বাগদানের কথা জানান জেনিফার। পোস্টে লিখেেছিলেন, 'একসঙ্গে বাকি জীবন কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি আমি।'

জেনিফার ও নাসার দুজনেই 'প্যারিস প্যানথার' নামক হর্সরাইডিং দলের আরোহী, এই শো জাম্পিং দলের প্রতিষ্ঠাতাও বিল গেটস। ২০১৯ সালে তারা গ্লোবাল চ্যাম্পিয়নস লিগেও যোগ দিয়েছেন।
মা-বাবার মতো জেনিফার গেটসও নিজের অর্থবিত্ত ও ক্ষমতাকে কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে চান। সাইডলাইনসকে জেনিফার বলেন, "আমি অনেক প্রাচুর্য এবং সব রকম সুযোগ-সুবিধার মধ্যে বড় হয়েছি। আমার মনে হয় এসব সুবিধা থেকে আমি বুঝতে শিখেছি কোনটা আমার প্যাশন এবং তা নিয়ে কাজ করে পৃথিবীটাকে আরেকটু সুন্দর করে তুলতে চাই।"
- সূত্র: ইনসাইডার