বিমানে জন্ম নেওয়া শিশুর জন্য আজীবন ফ্রি টিকেট!
চলতি সপ্তাহে মিসরের কায়রো থেকে ইংল্যান্ডের লন্ডনগামী চলন্ত বিমানে জন্ম নিয়েছে এক শিশু। এই বিরল ঘটনায় মিসরের রাষ্ট্রীয় মালিকানাধিন এয়ারলাইন কোম্পানি ইজিপ্টএয়ার ঘোষণা দিয়েছে, ওই শিশু আজীবন তাদের বিমানে ফ্রি আসা-যাওয়া করতে পারবে।
কেননা, শিশুটি যে বিমানে জন্ম নিয়েছে, সেটি ইজিপ্টএয়ারেরই।
শিশুটির মা হায়াম নাসের নাজি ইয়েমেনের নাগরিক। বুধবার কায়রো থেকে লন্ডনগামী ওই ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। বিমান যখন আকাশে, হঠাৎ প্রসব বেদনা ওঠে তার। পাইলট বাধ্য হয়ে জার্মানির মিউনিখে বিমানটির জরুরি অবতারণ করেন।
'এই ব্যতিক্রমধর্মী পরিস্থিতিকে পেশাদার মানসিকতায় সামলানোর জন্য' ফ্লাইটটির সব ক্রু ও যাত্রীকে ধন্যবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছে ইজিপ্টএয়ার। সেখানে সদ্য জন্ম নেওয়া শিশুটির জন্য জানানো হয় ওই সুসংবাদ।
- সূত্র: আরব নিউজ