বরফের কফিনে ১৩ মিনিট
ভালোবাসা দিবসে প্রিয়জনকে চকোলেট আর ফুল দেন সকলেই। অনেকে পছন্দের রেস্তোরাঁয় নৈশভোজেও নিয়ে যান প্রেয়সীকে। এসব কিছুকেই যথেষ্ট মনে করেন না এক অতি-সাহসী রুশ নাগরিক ওলেগ রেজানভ। প্রিয় স্ত্রীর প্রতি ভালোবাসা দিবসে এক রক্তহিম করা স্ট্যান্ট উৎসর্গ করেছেন এই দুঃসাহসী ব্যক্তি।
৪৭ বছরের ওলেগ রেজানভ রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের বাসিন্দা। গত শুক্রবার মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে এই ভদ্রলোক ভালোবাসার চিহ্ন বা হার্ট আকৃতির এক উন্মুক্ত কফিনে শুয়ে পড়েন। এসময় কোমরে ছোট্ট শর্টস ছাড়া তার পুরো শরীরে কোনো ঠাণ্ডা প্রতিরোধী পোশাক ছিল না।
এখানেই শেষ নয়, কফিনটিকে রাখা হয়েছিল এক বরফ জমা লেকে। রেজানভ শুয়ে পড়া মাত্রই তা বরফ দিয়ে ঢেকে দেওয়া হয়। কফিনটি উন্মুক্ত হওয়ায় মূলত বরফ সমাধিতেই ছিলেন এই ব্যক্তি। এভাবে এক বা দুই মিনিট নয়, টানা ১২ মিনিট ৫২ সেকেন্ড পার করেন।
চীনা গ্লোবাল টেলিভিশন নেওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়, কফিন থেকে বেরিয়েই ওই ব্যক্তি একে স্ত্রীর প্রতি তার ভালোবাসা হিসেবে উৎসর্গ করেছেন। অবশ্য যার জন্য এতকিছু সেই স্ত্রী কিন্তু দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন না।
রেজানভ এর আগেও এমন গায়ে কাঁটা দেওয়া দুঃসাহসী অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন নিজের ওপর। এর আগে তিনি শুধু শর্টস পরে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪ দশমিক ১ কিলোমিটার উঁচু থেকে প্যারাশুট জাম্প করেন।