প্লাস্টিকের মুকুট বিক্রি হলো ৫ কোটি টাকায়!
অকালপ্রয়াত আমেরিকান র্যাপার ও গীতিকার দ্য নটোরিয়াস বি.আই.জি. জীবনের শেষ ফটোশুটে মাথায় প্লাস্টিকের যে মুকুট পরে ছিলেন, সম্প্রতি নিউইয়র্কে এক নিলামে সেটি ৫ লাখ ৯৪ হাজার ৭৫০ মার্কিন ডলার বা প্রায় ৫ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছে নিলাম কোম্পানি সোথবাই।
১৯৯৭ সালে মাত্র ২৪ বছর বয়সে মারা যাওয়ার দিন কয়েক আগে ওই মুকুটে স্বাক্ষরও করেছিলেন বি.আই.জি.।
নিলামে প্রাথমিকভাবে মুকুটটির দাম ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার ওঠার প্রত্যাশা করা হলেও, বাস্তবে সেই অনুমানের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হলো এটি। গত মঙ্গলবার ওই নিলাম অনুষ্ঠিত হয়।
জানামতে, জীবনে একবারই ওই মুকুট মাথায় দিয়েছিলেন 'কিং অব নিউইয়র্ক'খ্যাত র্যাপার বি.আই.জি.; আর সেটি ফটোশুটের জন্য। 'র্যাপ পেজেস' ম্যাগাজিনের ওই ফটোশুট করেছিলেন ব্যারন ক্লেইবোর্ন। তারপর থেকে মুকুটটি ব্যারনের কাছেই ছিল।
ওই ছবি পরবর্তীকালে বি.আই.জি.'র একটি আইকনিক ছবিতে পরিণত হয়। আর তাই ওই মুকুটকে 'হিপ হপ ইতিহাসের একটি আইকনিক অনুষঙ্গ' হিসেবে অভিহিত করেছেন ব্যারন।
'ফটোশুটটির অল্প কিছুদিন পরই সেই বিয়োগাত্মক ঘটনা (বি.আই.জি.'র মৃত্যু) ঘটায়, প্লাস্টিকের মুকুট পরিহিত বি.আই.জি.'র ছবিটি স্রেফ একটি প্রতিকৃতির চেয়েও বেশি কিছু হয়ে ওঠে,' বলেন আলোকচিত্রী ব্যারন।
- সূত্র: সিএনএন