প্রেমিকা খুঁজে দিলেই মিলবে ২১ লাখ টাকা
অনলাইন ডেটিংয়ে ক্লান্ত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের কানসানের ব্যবসায়ী জেফ গেবহার্ট। এবার ঘোষণা দিয়েছেন, কেউ তাকে মনের মানুষ খুঁজে দিলে ২৫ হাজার ডলার বা প্রায় ২১ লাখ ২৮ হাজার টাকা উপহার দেবেন। এজন্য গত সপ্তাহে ‘ডেট জেফ জি’ নামে একটি ওয়েবসাইটও খুলেছেন তিনি।
৪৭ বছর বয়সী জেফ জানান, সম্পর্কে উদার, সহযোগিতাপ্রবণ, হাসিখুশি ও খোলামনের মানুষ পছন্দ তার। নিজেকে খুবই সুখী মানুষ দাবি করে ওয়েবসাইটে তিনি লিখেছেন, তাকে ‘পরিপূর্ণতা’ দেবে, এমন কাউকে খুঁজছেন না; বরং দুজনেই একইসঙ্গে ‘পরিপূর্ণতা’ পেতে চান। সময় কাটাতে ভালো লাগবে, রসবোধ আছে, আত্মবিশ্বাসী এবং মনের মিল হবে- এমন নারীর খোঁজে আছেন তিনি। খবর অডিটিসেন্ট্রালের।
বিলাসী জীবনে অভ্যস্ত এই অবিবাহিত পুরুষ তার স্বপ্নকন্যার একটি রূপরেখাও প্রকাশ করেছেন। সেই মেয়েকে কিছুতেই নিজেকে নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়া যাবে না; বরং অন্যদের, বিশেষ করে কুকুর ভালোবাসতে হবে। নিজের পোষা কুকুর গানারের প্রতি ভালোবাসার শেষ নেই জেফের। এমনকি যদি সত্যিই কেউ তাকে এমন সঙ্গী খুঁজে দিতে পারে, তাহলে আরও ২৫ হাজার ডলার কোনো কুকুরের আশ্রয়কেন্দ্রে কিংবা চ্যারিটিতে দেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন।
এদিকে প্রেমিকা খুঁজে দেওয়া ম্যাচমেকার বা ঘটককে উপহারের টাকাটা কিভাবে দেবেন, সে বার্তাও দিয়েছেন জেফ। জানিয়েছেন, এক বছরে ৫ কিস্তিতে তিনি দেবেন। তবে বছর ফুরানোর আগেই যদি সেই সঙ্গীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় জেফের, সে ক্ষেত্রে ম্যাচমেকার কিস্তির বাকি টাকা আর পাবেন না!
সঙ্গী হতে চাওয়া নারীদের জন্য আবেদনের কিছু নিয়মও ঠিক করে দিয়েছেন জেফ। এজন্য তার ওয়েবসাইটে সাইন-আপ করতে হবে। তবে কেউ যদি নিজের নাম নিজেই প্রস্তাব করেন, তাহলে তিনি পুরস্কারের ২৫ হাজার ডলার পাবেন না।