পৃথিবীর সঙ্গে যুক্ত হচ্ছে দ্বিতীয় চাঁদ
পৃথিবীর কক্ষপথে যুক্ত হচ্ছে নতুন ছোট্ট চাঁদ- শুনতে অবাক মনে হচ্ছে? এখন থেকে কি তাহলে আকাশে দুইটা চাঁদ দেখা যাবে?
মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে এটা কোন গ্রহাণু নয়, বরং পুরানো রকেট বা মহাকাশযানের ফেলে আসা কোন অংশ হতে পারে। আর পৃথিবীর কক্ষপথে প্রবেশের পর তা পৃথিবী থেকে ২৭ হাজার মাইল দূরে অবস্থান করবে। এর নাম দেওয়া হয়েছে '২০২০ এসও'।
নাসার 'সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ' এর পরিচালক ড পল কোডাস মনে করেন, এটি ১৯৬০ এর দশকে পাঠানো কোন এক রকেটের অংশ।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পল বলেন, 'আমার মনে হয় এটা ঐ সময়কার কোন একটি বুস্টার রকেট। এটা সূর্যের চারদিকে ঘুরছে অনেকটা পৃথিবীর মতো করেই, একই রকম কক্ষপথে, একই রকম গতিতে।'
'এটা সাধারণত কোন চন্দ্রাভিযানে পাঠানো রকেটের পক্ষেই সম্ভব। হয়তো চাঁদকে পার হয়ে যাবার পর সূর্যের চারদিকে এই ভাবে প্রদক্ষিণ করা শুরু করে সে। কোন গ্রহাণুর পক্ষে এমন কক্ষপথ অর্জন করা স্বাভাবিক নয়, তবে সেটাও হতে পারে।'
বুস্টার রকেটটির গতিপথ ও অবস্থান হিসাব করে পল মনে করছেন ১৯৬৬ সালের মহাকাশযানের অংশ এই রকেটটি। তিনি বলেন, ১৯৬৬ সালের ২০ সেপ্টেম্বর পাঠানো 'সার্ভেয়ার ২' এর সঙ্গে অনেক মিল আছে এর। এই মহাকাশযানটি পাঠানো হয়েছিল চাঁদে অবতরণের জন্য। কিন্তু তাতে ব্যর্থ হয় সেটি, অবতরণের আগেই মহাকাশে বিধ্বস্ত হয় যানটি।
নভেম্বরে পৃথিবীর বাইরের কক্ষপথে অবস্থান করবে ২০২০ এসও বলে ধারণা করা হচ্ছে। আর এটা যদি বুস্টার রকেট না হয়ে গ্রহাণু হয়, তবে একে পৃথিবীর 'ছোট্ট চাঁদ' হিসেবে ধরে নেওয়া হবে।