নিজেই জীবাণুমুক্ত হবে যে মাস্ক

হ্যাঁ, এমনই এক মাস্ক উদ্ভাবন করেছে ইসরায়েলের বিজ্ঞানীরা। ইসরায়েলের গবেষকরা বলছেন, তারা এমন একটি ফেইস মাস্ক উদ্ভাবন করেছেন, যা নিজে নিজে পরিষ্কার হয়ে যায়।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। এর সংক্রমণ রোধে মাস্ক পরা এখন বাধ্যতামূলক। যুক্তরাজ্যসহ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক দেশই মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে। বাংলাদেশেও মাস্ক পরার প্রতিনিয়ত নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে লকডাউনও উঠে গেছে অনেক দেশে। ফলে বাইরে মানুষের সমাগমও বাড়ছে। কর্মস্থল যেমন খুলেছে, চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। ফলে প্রতিদিন নতুন মাস্কের চাহিদা বাড়ছে।
বিবিসি জানায়, এক মাস্ক একাধিকবার ব্যবহার করলে সেটি থেকে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে যায়। আর এই আশঙ্কার মধ্যে এমনই এক স্বস্তিদায়ক খবর নিয়ে এলেন ইসরায়েলি বিজ্ঞানীরা।
তাদের উদ্ভাবিত এই মাস্কে একটি ইউএসবি পোর্ট আছে যেটি দিয়ে এটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়। মাস্কের ভেতর কার্বন ফাইবারের একটি স্তর আছে, ইউএসবি সংযোগের মাধ্যমে যেটিকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা যায়। এই তাপে করোনাভাইরাস মরে যায়।
তবে মাস্কটি যখন ইউএসবির মাধ্যমে জীবাণুমুক্ত করা হচ্ছে, তখন এটি না পরার পরামর্শ দেয়া হয়েছে। এভাবে মাস্কটি জীবাণুমুক্ত করতে সময় লাগে ৩০ মিনিটের মতো। এই মাস্কটির পেটেন্টের জন্য গবেষকরা যুক্তরাষ্ট্রে আবেদন করেছেন।
মাস্কটি বাজারে আসলে নিঃসন্দেহে প্রতিদিন নতুন নতুন মাস্ক পরার ঝামেলা থেকে মুক্তি পাবে মানুষ। তবে এই মাস্কের দাম কেমন হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি।