দেয়াল বেয়ে উঠছে মাছ!

‘আমাদের দেশে একরকমের মাছ আছে বর্ষাকাল এলে তাদের মাথা খারাপ হয়ে যায়, দলে দলে পুকুর থেকে ডাঙ্গায় উঠে আসে’- কই মাছ নিয়ে হুমায়ুন আহমেদের উৎসাহের কমতি ছিল না। কিন্তু কমলা রঙের এই মাছটিকে দেখলে তিনি কি বলতেন কে জানে।
স্যোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে কমলা রঙের মাছটি স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে উঠে পড়ছে। রেডডিট এ ভিডিওটি পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যে ভাইরাল হয়। একটা পুঁচকে মাছ স্রোতের বিপরীতে এগিয়ে চলেছে দেখে অবাক হয়ে গেছেন স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা।
ভিডিওটি শেয়ার করে মজার মজার মন্তব্যও করছেন অনেকে। টুইটারে একজন লিখেছেন, 'এভাবেই মাছ থেকে বিবর্তিত হয়েছি আমরা'...
আরেকজন লিখেছেন, 'ওকে নিয়ে রীতিমতো গর্ব হচ্ছে আমার। কিন্তু শেষের দিকে মনে হচ্ছে বেচারা আটকে গেছে, কি করবে বুঝতে পারছে না'।
তবে অনেকে আবার ভিডিওটি নিয়ে সন্দেহও করছেন। রেডডিট এর এক ব্যবহারকারী লিখেছেন, 'ব্যাপারটা সাজানোও হতে পারে। কেননা আমি এই পর্যন্ত যত ‘ক্লাইম্বিং ফিশ’ দেখেছি, এরা সবাই চ্যাপ্টা গড়নের। কিন্তু এই মাছটা তেমন নয়। আমার মনে হচ্ছে খুব পাতলা কোন সুতা দিয়ে উপর থেকে টেনে তোলা হচ্ছে মাছটাকে'।
তবে ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদন অনুযায়ী, এ ধরণের মাছ প্রকৃতিতে বিরল নয়। এমন অনেক মাছই আছে যারা এভাবে দেয়াল বেয়ে উঠতে পারে।