দুই বছর আগেই করোনা ভাইরাস নিয়ে সতর্ক করেছিলেন বিল গেটস

সম্প্রতি করোনা ভাইরাসের আক্রমণে চীনে ১০৬ জন মারা গেছে, আক্রান্ত হয়েছে প্রায় চার হাজার।
তবে বিলিয়নেয়ার বিল গেটস নাকি ২০১৮ সালেই এই ভাইরাস নিয়ে "ভবিষ্যদ্বাণী" করেছিলেন। ডেইলি সানের এক খবরে জানা যায়, গেটস বলেছিলেন, শীঘ্রই মহামারী আকারে এমন একটি সুপার ভাইরাস ছড়িয়ে পড়বে যার আক্রমণে প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে ৩৩ মিলিয়ন মানুষ মারা যাবে।
২০১৮ সালের ২৭ এপ্রিল ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটি এবং নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন (এনইজেএম) এ আয়োজিত একটি অনুষ্ঠানে বিলিয়নেয়ার বিল গেটস এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন।
বিল গেটস বলেছিলেন, “অতি শীঘ্রই ‘প্যান্ডেমিকস’ ধরণের রোগ ছড়িয়ে পড়বে। আর এর বিরুদ্ধে আমাদের কোন প্রস্তুতি নেই। বিশ্ব মহামারীর জন্য প্রস্তুত নয়, যা ‘আমাদের সকলের জন্য উদ্বেগজনক’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, যখন একটি নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক অবস্থায় সাধারণ মানুষের এই রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে না তখন তাকে ‘প্যান্ডেমিকস’ রোগ বলে।
গেটস বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে "যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া হয় ততই গুরুতরভাবে বিশ্বজুড়ে মহামারীর জন্য প্রস্তুত হওয়া দরকার।"
বক্তব্যে ইবোলা ভাইরাস, ২০০৯ সালে ছড়িয়ে পড়া এইচ১এন১ ভাইরাস বা সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার উদাহরণ এনে তিনি বলেন, নতুন জমানায় মিলিটারি অস্ত্রের প্রতিস্থাপক হয়ে আসবে এই সমস্ত ভাইরাসবাহিত রোগ।
এই অনুষ্ঠানে বিশ্ব নেতাদের প্রতি ভবিষ্যতে এই রোগগুলো প্রতিরোধ করার জন্য অ্যান্টিভাইরাল ওষুধ এবং অ্যান্টিবডি থেরাপির মতো পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বান জানান গেটস। যা ভবিষ্যতে এই রোগগুলো প্রতিরোধের জন্য সহজে মজুদ করা বা দ্রুত উত্পাদন করা যায়।
যদিও করোনা ভাইরাসের আক্রমণকে এখনই মহামারী বলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।