যে পথে থাইল্যান্ড থেকে বাংলাদেশে উড়ে এলো ব্ল্যাক কাইট
জিএসএম/জিপিএস ট্যাগ লাগানো, তরুণ বয়সী একটি ব্ল্যাক কাইট পাখি এ বছরের এপ্রিলে শনাক্ত হয়েছিল থাইল্যান্ডে। এরপর মিয়ানমার ও মিরোজাম (উত্তর-পূর্ব ভারত) পেরিয়ে, মে মাসের মাঝামাঝি সেটি শীতকালীন সম্ভাব্য গন্তব্য হিসেবে বাংলাদেশের দিকেই উড়ে আসছিল।
শিকারি প্রজাতির মাঝারি আকৃতির ওই পাখির অবস্থান এখন ঢাকায়। রমনা পার্ক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কোথাও এটি বিশ্রাম নিচ্ছে।
এ তথ্য জানা গেছে ফেসবুকে, 'বার্ডস বাংলাদেশ' নামে একটি পাবলিক গ্রুপের পোস্ট থেকে।
ওই পোস্টে বলা হয়, পাখিটির বাম পায়ের গোড়ালিতে একটি ধাতব ব্যান্ড রয়েছে। আর এর মাধ্যমেই ওর অবস্থান শনাক্ত করা যায়।
ওই ব্যান্ডের মাধ্যমে পাখিটির দেহে জিএসএম/জিপিএস ট্যাগ জুড়ে দিয়েছেন চাইয়ান কাসোর্ন্ডোর্কবুয়া। তিনি থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটির প্যাথোলজি ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি।
জিএসএম/জিপিএসের সূত্র ধরে পাখিটিকে শনাক্ত করতে পারলে ছবি তোলারও অনুরোধ জানিয়েছেন তিনি।