টায়ারে লিক, নিজেরাই বিমান ঠেলে নিয়ে গেলেন যাত্রীরা!
মাঝরাস্তায় গাড়ি খারাপ হলে সেটা ঠেলা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে যদি একদল যাত্রীকে বিমান ঠেলে নিয়ে যেতে দেখেন!
হ্যা, এমনই কাণ্ড ঘটেছে নেপালে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ভাইরাল হয়েছে সেই যাত্রীদের বিমান ঠেলার সেই ভিডিও।
ভিডিওতে যাত্রীদের সর্বশক্তি দিয়ে রানওয়েতে একটি ছোট বিমান ঠেলতে দেখা গেছে। বিমানটির একটি টায়ার ফেটে গিয়েছিল বলে জানা যায়। ঘটনাটি নেপালের বাজুরা বিমানবন্দরের। পরে যাত্রীরা নিজেরাই হালকা ওজনের বিমানটি ঠেলে নিয়ে যান।
নেপালের সাংবাদিক সুশীল ভট্টরাইয়ের মতে, তারা এয়ারের অন্তর্গত বিমানটির রেজিস্ট্রেশন নম্বর 9NAEV। হঠাৎ টায়ারে লিক হওয়ায় বিমানটি রানওয়ের মাঝেই আটকা পড়েছিল। প্রতিবন্ধকতা এড়াতে ও দ্রুত সঙ্কট মোকাবিলায় যাত্রী এবং নিরাপত্তা কর্মীরা একত্রিত হয়ে বিমানটি সরানোয় যোগ দেন।
তারা এয়ারলাইন্স হলো নেপালের এয়ার ইয়েতি এয়ারলাইন্সের অধীনস্থ একটি কোম্পানি। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বিমানটি নেপালের হুমলার সিমকোট থেকে বাজুরা বিমানবন্দরে অবতরণ করেছিল। বিমানটিকে অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার উপায় না থাকায় যাত্রীরা বিমানবন্দরের কর্মীদের সঙ্গে সেটি ট্যাক্সিওয়ে থেকে সরিয়ে নিতে সাহায্য করেন।
এরপর নেপালগঞ্জ থেকে সংস্থার আরেকটি বিমান টায়ার ও মেরামতকারীদের নিয়ে বাজুরা পৌঁছায়। টায়ার লাগানোর পরে দুটি বিমানই নেপালগঞ্জে অবতরণ করে।