টাকা নিয়ে বিশ্বে যত কুসংস্কার
ডিম খেয়ে পরীক্ষা দিলে খাতায় গোল্লা মিলবে কিংবা বাড়ি থেকে বের হয়ে কালো বিড়াল দেখলে খারাপ কিছু ঘটবে এমন কথা কে না শুনেছে। ভিত্তিহীন এমন কিছু বিশ্বাস করাই কুসংস্কার। বিশ্বের প্রায় সর্বত্রই এ ধরনের নানা কুসংস্কারের দেখা মিলে।
অর্থকড়ি নিয়েও কিন্তু কম কুসংস্কার নেই। হাত চুলকালে নাকি টাকা আসে এমন কুসংস্কার আমাদের দেশেও প্রচলিত আছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত এমনই কিছু কুসংস্কারের কথা জানা যাক।
মেঝেতে মানিব্যাগ ফেলে রাখলে অর্থ কমে যায়
মানুষ সাধারণত তাদের গুরুত্বপূর্ণ জিনিস যেমন- টাকা, ক্রেডিট কার্ড, ভিজিটিং কার্ড ইত্যাদি পার্স বা মানিব্যাগে বহন করে। চীনা পুরোনো প্রবাদ অনুযায়ী মানিব্যাগ মেঝেতে রাখলে বা মেঝেতে পড়ে গেলে টাকা কমে যায়। বিষয়টি সম্পদের প্রতি অবজ্ঞাও নির্দেশ করে। এই কুসংস্কার মানুন আর নাই মানুন আপনার মেঝে পরিষ্কার রাখতে পার্স বা মানিব্যাগ ফেলে না রাখাই শ্রেয়।
ভেঙে পড়া গাছে পয়সা গেঁথে দিলে বাড়বে টাকা
ভেঙে পড়া গাছ আপনার টাকা বৃদ্ধি করতে পারে! শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। যুক্তরাজ্যের উত্তর ওয়েলসের উপকূলে অবস্থিত পোর্টমেইরিওন গ্রামের বাসিন্দারা এই কুসংস্কার বিশ্বাস করেন। সেখানকার শতবর্ষের পুরোনো ঐতিহ্য অনুসারে ভেঙে পড়া গাছের গুঁড়িতে কয়েন বা পয়সা গেঁথে দিলে তা অর্থের পাশাপাশি সৌভাগ্য বয়ে আনে।
নববর্ষে হাতে নগদ থাকলে অর্থ বৃদ্ধি হয়
ল্যাটিন অ্যামেরিকার কুসংস্কার অনুযায়ী, ৩১ ডিসেম্বর মধ্যরাতে অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার মুহূর্তে হাতে নগদ টাকা ধরে থাকলে নতুন বছরে আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। চাইলে আপনিও চেষ্টা করে দেখতেই পারেন!
পাখির বিষ্ঠা সৌভাগ্যের চিহ্ন
বিষ্ঠার কথা শুনেই অনেকে হয়তো নাক সিটকাচ্ছেন। পাখির বিষ্ঠাকেও কিন্তু সৌভাগ্যের চিহ্ন হিসেবে দেখা হয়। তুরস্কে উদ্ভূত এই কুসংস্কার অনুযায়ী গায়ে পাখি মলত্যাগ করলে ভালো কিছু ঘটবে। তুরস্কের ঐতিহ্য অনুযায়ী পাখি মলত্যাগ করলে লোকে নাকি সেদিনই লটারির টিকিট কিনে। সুতরাং এরপর পাখির নিশানার শিকার হলে বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করুন!
- সূত্র: ইন্ডিয়া টাইমস