ঘরের মধ্যেই ৫০ কিমি দৌড়ালেন গৃহবন্দি চীনা নাগরিক
চীনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস সংক্রমণ। এই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য কার্যত গৃহবন্দি থাকতে বলা হয়েছে বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের।
কিন্তু ঘরে বস়ে থাকতে থাকতে হাঙঝাউ শহরের বাসিন্দা পান শানচুর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই তিনি ঘরের মধ্যেই শুরু করেছেন দৌড়ানো। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
শানচু পেশায় একজন ম্যারাথন দৌড়বিদ। তাই দৌড়ানোর বদলে ঘরে বসে থাকা তার কাছে কষ্টকর হওয়াই স্বাভাবিক। তাই তিনি ঘরে মধ্যেই শুরু করেছেন দৌড়ানো।
ভিডিওটি চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে আপলোড করেন শানচু। সেখান তিনি লিখেছেন, ‘‘অনেক দিন বাইরে যাইনি। আজ আর বসে থাকতে পারলাম না! চার ঘণ্টা ৪৮ মিনিট ৪৪ সেকেন্ডে ৫০ কিলোমিটার দৌড়ালাম।’’
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, শানচুর প্রতিটি ল্যাপের দৈর্ঘ্য ছিল আট মিটার। অর্থাৎ ঘরের এক বার চক্কর কেটে আট মিটার দৌড়েছেন। এই দৈর্ঘ্যের তিনি ছ’হাজার ২৫০টি ল্যাপ সম্পূর্ণ করেছেন। অর্থাৎ তার মোট দৌড়ানো হয়েছে প্রায় ৫০ কিলোমিটার বা ৩১ মাইল।