গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা আনছে উত্তরপ্রদেশ
গুরুতর রোগে আক্রান্ত গরুর জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে যাচ্ছে ভারতের উত্তরপ্রদেশ। রোববার রাজ্যের দুগ্ধজাত পণ্য উন্নয়ন, পশুপালন ও মৎস্যমন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এ কথা জানিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, এই অভিনব প্রকল্পের জন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে; গরুর জন্য এটাই ভারতের প্রথম অ্যাম্বুলেন্স সেবা।
গণমাধ্যমকে মন্ত্রী বলেন, "যেভাবে জরুরী সেবা নাম্বার ১১২-তে ফোন দিলে দ্রুততম সময়ে পরিষেবা পাওয়া যায়, তেমনিভাবে নতুন এই সার্ভিসও অসুস্থ গবাদিপশুর জন্য দ্রুত চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করবে।"
অ্যাম্বুলেন্স সার্ভিসের অনুরোধ আসা মাত্র একজন পশুচিকিৎসক তার দুই সহকারীকে নিয়ে ১৫-২০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যাবেন।
ডিসেম্বরের মধ্যেই প্রকল্পটি শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। শুরুতে লক্ষ্ণৌতে একটি কল সেন্টার স্থাপন করা হবে যেন গ্রাহকেরা পরিষেবাটি সম্পর্কে তাদের যে কোন অভিযোগ জানাতে পারেন।
এর পাশাপাশি বিনামূল্যে উচ্চ মানের বীর্য সরবরাহ এবং ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তি রাজ্যের গবাদিপশুর প্রজনন বৃদ্ধি কর্মসূচিকে ত্বরান্বিত করবে।
ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তির মাধ্যমে বন্ধ্যা গবাদিপশুকেও উচ্চ দুধ উৎপাদনকারী প্রাণিতে রূপান্তরিত করা যাবে, যা রাজ্যে নতুন বিপ্লবের সূচনা করবে বলে জানান মন্ত্রী।
মথুরা সহ রাজ্যের আটটি জেলায় পাইলট প্রকল্প হিসাবে আপাতত প্রকল্পটির কার্যক্রম শুরু হবে।
এর আগে উত্তরপ্রদেশের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার বেওয়ারিশ গবাদিপশুর তদারকির জন্য গোশালাগুলোকে তহবিল দেন। রাজ্যের পূর্ববর্তী কোনো সরকার প্রশাসন এমন পদক্ষেপ নেয়নি বলে জানান মন্ত্রী লক্ষ্মী নারায়ণ।
- সূত্র- এনডিটিভি