খুলে দেওয়ার পর খাঁ খাঁ করছে তাজমহল!
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রথমবারের মতো দীর্ঘ ছয় মাস বন্ধ ছিল তাজমহল। সোমবার সেটি খুলে দেওয়া হলেও দর্শনার্থীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কম ছিল।
প্রবেশদ্বারে সাধারণত দর্শনার্থীদের লম্বা সারি অপেক্ষমান থাকে। তবে খুলে দেওয়ার প্রথম দিন একেবারেই ভিন্ন চিত্র দেখা যায়।
স্বাস্থ্যবিধি মেনেই তাজমহলে প্রবেশ করতে হবে। ডিজিটাল টিকিট, প্রবেশদ্বারে শরীরের তাপমাত্রা পরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে, একত্রে অনেক মানুষের ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিদিন ৫০০০ মানুষের প্রবেশের সুযোগ থাকবে- এসব শর্তে খুলে দেওয়া হয় স্থাপনাটি।
১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতি অম্লান রাখতে তৈরি করেন মার্বেলের তৈরি এই বিশ্ববিখ্যাত সমাধিস্তম্ভ।
বহুদিন ধরেই তাজমহল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মহামারির পূর্বে সাধারণ অবস্থায় প্রতিদিন ৭০ হাজার পর্যটকের ভীড় লেগে থাকত তাজমহলে।
ইতোপূর্বে ১৯৭৮ সালে আগ্রার বন্যার কারণে তাজমহল কিছুদিন বন্ধ ছিল। এর আগে ১৯৭১ সালে যুদ্ধের সময়ও কিছুদিন বন্ধ ছিল এটি।
স্থানীয় সাংবাদিক যোগেশ কুমার সিং বিবিসিকে জানান, সোমবার সকাল ৮টায় তাজমহলের প্রবেশদ্বার উন্মুক্ত করার আগে সম্পূর্ণ প্রাঙ্গণ ধুয়ে-মুছে জীবাণুমুক্ত করা হয়। তাজমহলের কর্মকর্তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মোতাবেক দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছিলেন।
তাজমহল খুলে দেওয়ার সময় যোগেশ সিং সেখানে উপস্থিত ছিলেন।
ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। এরমধ্যে উত্তরপ্রদেশ আক্রান্ত রোগীর সংখ্যার হিসেবে পঞ্চম স্থানে রয়েছে। উত্তরপ্রদেশের আগ্রা শহরেই তাজমহল অবস্থিত।
তাজমহল কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের ডিজিটাল লেনদেনের মাধ্যমে টিকিট কাটতে হবে, প্রবেশদ্বারে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। তাজমহল প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দর্শনার্থীরা সেলফি এবং ব্যক্তির একক ছবি তুলতে পারবেন, তবে গ্রুপ ছবি তোলা ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যোগেশ কুমার সিং বলেন, 'তাজমহলে একদমই ভীড় নেই। তাজমহলকে আগের তাজমহল মনেই হচ্ছে না। কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা যতদিন বাড়তে থাকবে, এই অবস্থার পরিবর্তন হবে না বলেই মনে করি।'
দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেলে কর্তৃপক্ষ কীভাবে স্বাস্থ্যবিধি প্রয়োগে কাজ করবেন, তা দেখার মতো বিষয় হবে বলেও মন্তব্য করেন তিনি।
তাজমহল ঘিরে থাকা এর প্রাঙ্গণের বাগানে দর্শনার্থীরা অনেক সময় কাটান, ঘুরেঘুরে ছবি তোলেন। তবে স্মৃতিস্তম্ভটি একটি আবদ্ধ জায়গা, যেখানে অবাধে বায়ু চলাচলের তেমন ব্যবস্থা নেই। ফলে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিও বেশি।
সাধারণত লম্বা সারি ধরে পর্যটকদের প্রবেশ ও বের হওয়ার কারণেই ভীড় লেগে থাকে ওখানে।
খুলে দেওয়ার প্রথম দিনই দিল্লি থেকে তাজমহল দেখতে আসা গৌতম শর্মা জানান, তিনি এই দিনটির জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছিলেন। 'আমি জানতাম প্রথমদিকে খুব বেশি মানুষ আসবে না। তাই চিন্তা করলাম, প্রথম কিছুদিনের মধ্যে দেখতে এলে তা নিরাপদ হবে।'
তাজমহলই ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মৃতিস্তম্ভ, যা দেখতে আসেন অনেক বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এ বছরের ফেব্রুয়ারিতে তাজমহল দর্শন করেন।
তাজমহল দর্শনে আসা অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- সূত্র: বিবিসি