খরার প্রভাবে ৬০ বছর পর ভেসে উঠেছে ডুবন্ত শহর

যুক্তরাষ্ট্রের ইউটাহ'র রকপোর্ট রিজারভয়েরে তীব্র খরার কারণে বহু বছর ধরে বিস্মৃত পানির নিচে তলিয়ে যাওয়া একটি শহরের ভিত্তিপ্রস্তর ভেসে উঠেছে।
১৯৫৭ সালে ফেডারেল সরকার ওয়ানশিপ বাঁধ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকে রকপোর্ট শহরটি পরিত্যক্ত ছিল।
সে সময় ওই এলাকায় ২৭টি পরিবারের ২০০ জন মানুষের বাস ছিল। রকপোর্ট স্টেট পার্ক এলাকায় শ্বেতাঙ্গ সেটেলাররা আসে ১৮৬০ সালের দিকে।
বর্তমানে তীব্র খরার কারণে রকপোর্ট লেকের পানি ২৯ শতাংশ শুকিয়ে গেছে, ফলে ৬৪ বছরে প্রথমবারের মতো শহরটি ভেসে উঠেছে।
ড্রোন টেস্ট পাইলট ডেভন ডিউই সম্প্রতি সেখানকার ছবি তুলে টুইটারে শেয়ার করেছেন। ছবিগুলোতে ভেসে ওঠা জনপদের রাস্তাঘাট ও ঘর-বাড়ির মতো দেখতে স্থাপনারর অবশিষ্টাংশ দেখা যাচ্ছে।
পানির স্তর নিচে নেমে যাওয়া সত্ত্বেও, রকপোর্ট স্টেট পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে যদিও নৌকা ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
জলাধারটি দেখতে এলে দর্শনার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা
স্থানীয় সরকার ওয়েবসাইটের তথ্যমতে, ইউটাহ-এর প্রায় ৮৮.১ শতাংশ অঞ্চলে বর্তমানে চরম খরা দেখা দিয়েছে।
- সূত্র: ইয়াহু নিউজ