কৌতুক নয়, অনলাইনে বিক্রি হলো সত্যিকারের রকেট

জনশ্রুতি আছে চীনের অনলাইন শপিং প্লাটফর্ম, 'তাওবাও' থেকে নাকি আপনি দুনিয়ার তাবৎ জিনিষ কিনতে পারেবেন। হয়তো লাখো দরকারি-অদরকারি, বাহারি পণ্যের মেলায় ভিমড়ি খেয়েই লোকে এমন কথা বলে।
কিন্তু তাই বলে সত্যিকারের রকেট, এবং তাও আবার সেটা উৎক্ষেপণের ব্যবস্থাসহ! চোখ কপালে উঠলেও, এমন ঘটনাই ঘটেছে এবার চীনের সর্ববৃহৎ অনলাইন শপের লাইভ সেল ইভেন্টে।
পহেলা এপ্রিল উপলক্ষে আয়োজিত রকেট বিক্রির এই ইভেন্ট সরাসরি লাইভস্ট্রিমে সরাসরি সম্প্রচার করা হয়। আর এতে অংশ নেন প্রায় ২০ লাখ ক্রেতা। উপস্থাপক ছিলেন চীনের সেলিব্রেটি অনলাইন ইভেন্ট হোস্ট ওয়েই ইয়া।

তিনি নিলামে অংশ নেওয়াদের জানান, বিজয়ী ক্রেতা নিজ হাতে তার রকেটের গায়ে পছন্দমতো রঙ আর নকশা করার সুযোগ পাবেন। এমনকি উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত থেকে সুইচ টিপে রকেটটির নভোমণ্ডল যাত্রার সূচনাও করতে পারবেন তিনি।
এসব কিছুকে প্রথমে প্রায় সকলেই একে পহেলা এপ্রিলের চিরায়িত ফাঁকির ঘটনা মনে করেছিলেন। কিন্তু এর মাঝেই অজ্ঞাত এক ক্রেতা প্রায় ৪ কোটি ইউয়ান বা ৫৬ লাখ ডলারে নিজস্ব রকেট উৎক্ষেপণের সুবিধাসহ কিনে ফেলেছেন।

রকেটটি উৎক্ষেপণ করা হচ্ছে এমন ছবি সম্বলিত পোস্টার পহেলা এপ্রিল চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চীনের নিজস্ব টুইটার ভার্সন 'ওয়েইবো'তে #ওয়েইসেলসএরকেট সহ পোস্টার ৬ লাখ ২০ হাজার বারের বেশি শেয়ার হয়েছে।
একে যারা 'এপ্রিল ফুল' মনে করেছিলেন তাদের সেই সন্দেহ দূর করে চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল টাইমস।
দৈনিকটি জানায় তাবাও তাদের নিশ্চিত করেছে, রকেট বিক্রির উদ্যোগ সত্যি সত্যিই নেওয়া হয়েছে। এর পরিকল্পনা করেছেন চীনা উদ্যোক্তা লুও ইয়াংঙ্গাও।
নিলামটি অনুষ্ঠিত হয় কোভিড-১৯ ভাইরাসের প্রাথমিক উৎসস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান নগরীতে। তাই রকেট বিক্রির বিজ্ঞাপন এবং পরবর্তীতে নিলাম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে উহানের একটি ইতিবাচক চিত্র প্রচারের চেষ্টা করেছেন লুও ইয়াংঙ্গাও।