কুমিরটির গলার টায়ার সরালেই পুরস্কার

বৃহদাকার একটি কুমিরের গলা থেকে টায়ার সরাতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার এক প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারার বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের পালু নদীতে বিচরণের সময় ২০১৬ সালে কুমিরের গলায় টায়ার থাকার বিষয়টি প্রথমবারের মতো ধরা পড়ে।
এরপর থেকে এ টায়ার বয়ে বেড়াচ্ছে ১৩ ফুট লম্বা প্রাণীটি।
আনতারার প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে একটি ভূমিকম্প ও সুনামি থেকে রেহাই পেয়েছে কুমিরটি। কিন্তু এরপরও তার গলা থেকে টায়ারটি সরেনি।
এমন বাস্তবতায় সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের প্রাকৃতিক সম্পদ সুরক্ষা কার্যালয় (বিকেএসডিএ) চলতি সপ্তাহে কুমিরটির টায়ার সরাতে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে।
বিকেএসডিএর প্রধান হাসমুনি হাসমার বলেন, "হতভাগা সরীসৃপটিকে (টায়ার) মুক্ত করা ব্যক্তিকে একটি পুরস্কার দেওয়া হবে।"
কী ধরনের পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হাসমার।