কুকুরের জন্য জাতীয় ছুটি ঘোষণা
একটি বিশেষ প্রজাতির কুকুরের উদ্দেশ্যে নতুন জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছে তুর্কমেনিস্তানে।
'আলাবে' নামক দেশী প্রজাতির একটি শেফার্ড কুকুরকে গত রবিবার পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়।
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ এই বিশেষ প্রজাতির কুকুরকে জাতীয় ঐতিহ্য উল্লেখ করে এর প্রতি শ্রদ্ধা জানাতে বলেছেন।
তুর্কমেনিস্তানে 'আলাবে' জাতের কুকুর ও প্রাচীন 'আহাল তেকে' প্রজাতির ঘোড়ার বংশবিস্তারকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে ধরা হয়।
রবিবার সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটিতে দেখা যায়, নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে কুকুরের সম্মানে প্রস্তুতকৃত মঞ্চের কেন্দ্রে বসে আছে কুকুরটি।
সেই সাথে ইভেন্টে আলাবে প্রজাতির কুকুরদের একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়, যেখানে সৌন্দর্য্য ও ক্ষমতার বিচারে কোন কুকুর কত ভালো তা বিচার করা হয়।
প্রেসিডেন্ট বার্দিমুখামেদভ সীমান্তরক্ষায় সাহসিকতার পরিচয় দেওয়ায় একটি কুকুরকে সেরার সম্মানে ভূষিত করেন।
এই পুরস্কার প্রদান করেন প্রেসিডেন্টের ছেলে ও রাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী সার্দার বার্দিমুখামেদভ। আলাবে প্রজাতির কুকুরের বংশবিস্তারের উদ্দেশ্যে রাজধানীতে বানানো একটি নতুন কমপ্লেক্স উদ্বোধন করতে দেখা যায় তাকে। তুর্কমেনিস্তানের সরকারি গণমাধ্যম 'আশগাবাত' এসব তথ্য জানায়।
তুর্কমেনিস্তানের বহু ঐতিহ্যবাহী গোষ্ঠী আলাবে প্রজাতির কুকুর ব্যবহার করে থাকে। বিশ্বের সবচেয়ে বড় কুকুরদের মধ্যে আলাবে একটি এবং এদের সর্বোচ্চ ওজন হতে পারে ৮০ কেজি।
গত বছর প্রেসিডেন্ট বার্দিমুখামেদভ দেশের রাজধানীতে আলাবে প্রজাতির কুকুরের একটি ১৯ ফুট লম্বা স্বর্ণের ভাস্কর্যও উন্মোচন করেন।
এছাড়াও পুরো শহরজুড়েই দেখা মিলবে একই ধরনের নানা ভাস্কর্যের। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট বার্দিমুখামেদভের প্রিয় ঘোড়ার স্বর্ণে মোড়ানো ভাস্কর্য।
২০০৭ সালে ক্ষমতায় আসার পর থেকে বার্দিমুখামেদভকে একজন স্বৈরশাসক হিসেবেই দেখা গেছে। ফ্রিডম হাউজ-এর করা জরিপ অনুযায়ী দেখা গিয়েছে, তুর্কমেনিস্তান বিশ্বের সবচেয়ে কম বাক-স্বাধীনতার দেশগুলোর মধ্যে অন্যতম।
বার্দিমুখামেদভ বিভিন্ন উপলক্ষে নানা সময়ে তার মিত্র দেশের নেতাদের ঘোড়া কিংবা কুকুরছানা উপহার দিয়েছেন। ২০১৭ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি কুকুরছানা উপহার দেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েন বার্দিমুখামেদভ।
- সূত্র- বিবিসি