করোনার ছোঁয়া এড়াতে কোমরে বিশাল বেড়ি পরে রাস্তায়
চীনের পর করোনার থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। নিজেদের মতো করে সুরক্ষা নিয়ে কোয়ারেন্টিনে আছেন সে দেশের মানুষ। সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ দিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
এই পরিস্থিতিতে রোমের রাস্তায় কাঠবোর্ডের বানানো এক অতিকায় রিং বা বেড়ি পরে রাস্তায় ঘুরতে দেখা গেল এক প্রৌঢ়কে। সহচারীরা যাতে তার ধারেকাছে ঘেঁষতে না পারে তাই এই উদ্যোগ নিয়েছেন তিনি বলে জানা গেছে।
গোটা রোম শহর এখন প্রায় গৃহবন্দি। সেই শহরেই কমলা রঙের কাপবোর্ডের বেড়ি কোমরে পরে নিশ্চিন্তে ঘুরছেন এক নাগরিক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।
ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে জানা যায়, ভিডিওটি রোমে তোলা। আর চিত্রগ্রাহক ওই নাগরিককে যখন প্রশ্ন করেছিলেন, এটা কেন পরেছেন? জবাব এসেছে করোনা সংক্রমণ থেকে বাঁচতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শেয়ার ও মন্তব্যে করেছেন অনেকেই। প্রায় ২১ হাজার ভিউ ও হাজারের বেশি মন্তব্য সেই ভিডিওর নিচে পড়েছে। কোন এক নেটিজেন মন্তব্য করেছেন, 'উনি দরজা দিয়ে ঘরে ঢুকবেন কীভাবে?' আরেকজন বলছেন, 'অসাধারণ পদক্ষেপ।'
করোনা সংক্রমণ রুখতে গোটা ইতালি জুড়ে চলছে কোয়ারেন্টিন বা গৃহবন্দি দশা। ইউরোপের এই দেশে এখনও পর্যন্ত মৃত ২,১৫৮ জন আর সংক্রামিত ২৫ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, নাগরিকদের একে অন্যের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সর্দি বা কাশি সংক্রামিত এমন নাগরিকদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।