এক গাছে ৩০০ রকমের আম!
নাম তার হাজি কলিমউল্লাহ খান। লোকে ডাকে 'ম্যাঙ্গো ম্যান'। ভারতের এই বিশ্বখ্যাত উদ্যানতত্ত্ববিদ ও ফল প্রজননবিদ বিভিন্ন জাতের আমের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে অনেক সফল নিরীক্ষা চালিয়েছেন।
তার এইসব পরীক্ষা-নিরীক্ষা এমন এক বিশেষ আমগাছের উদ্ভাবন করেছে, যেটিতে ভিন্ন ভিন্ন ৩০০ রকমের আম ধরে!
১৫ বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে হাজি কলিমউল্লাহ খান ভারতের উত্তরাঞ্চল মালিহাবাদের বেশির ভাগ কৃষকের মতোই আম চাষে নিযুক্ত হন। একদিন এক বন্ধুর বাগানে একই গোলাপ গাছে একাধিক রঙের ফুল দেখে গাছে কলম দেওয়া বা ক্রসব্রিডিংয়ের ধারণা পান তিনি।
আমের ক্ষেত্রেও একই ভাবনা থেকে এ ব্যাপারে শুরু করেন শিক্ষাগ্রহণ ও চর্চা।
নিজের সেই নিরলস প্রচেষ্টা ও নিরীক্ষা তাকে পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় উদ্যানতত্ত্ববিদ ও ফল প্রজননবিদে পরিণত করে এবং 'ম্যাঙ্গো ম্যান' ডাকনাম এনে দেয়।
হর্টিকালচারে যদিও বহু অর্জন রয়েছে হাজি কলিমউল্লাহ খানের, তবু একটি আমগাছে ৩০০টি ভিন্ন ধরনের আম ফলানোর ঘটনায় তিনি সবচেয়ে সুখ্যাত।
এই প্রকল্পের কাজ তিনি শুরু করেন ১৯৮৭ সালে; আমবাগান থেকে একটি আমগাছের ডালা কেটে আনার মধ্য দিয়ে।
যে শতবর্ষী আমগাছটিতে তিনি ১৯৮০-এর দশকের শেষদিকে এই সফল নিরীক্ষা শুরু করেছিলেন, সেটি দিনে দিনে ভারতের একটি গর্বের বৃক্ষে পরিণত হয়েছে।
- সূত্র: অডিটি সেন্ট্রাল