একদিনে ১৪২টি টুইটের রেকর্ড করলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি মাইলফলকে পৌঁছেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে একদিনেই তার টুইটার অ্যাকাউন্ট থেকে ১৪২টি টুইট এবং রিট্যুইট পোস্ট করে রেকর্ড করেছেন ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির অনলাইন উপস্থিতি পর্যবেক্ষণ করে এমন একটি সাইটে এমন তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টবেস-এর দেওয়া তথ্য অনুসারে, বুধবার (২২ জানুয়ারি) একদিনে ১৪২টি টুইট করেন ট্রাম্প। এর আগে ইমপিচমেন্ট নিয়ে দ্বন্দ্বের সময়টাতে ১২ ডিসেম্বর একদিনে ১২৩টি টুইটার পোস্ট করেন ট্রাম্প।
একদিনে এত টুইট করার কারণ কি? ব্যাপারটা হলো সেদিন তিনি ছিলেন সুইজারল্যান্ডের দাভোসে। সেখানকার ঘড়ির সময় ওয়াশিংটনের ছয় ঘন্টা এগিয়ে, যেখানে তার সিনেটের অভিশংসনের বিচারকাজ শুরু হয়েছিল। ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে বেরিয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি চলে যান। সেখানেই সকাল ৬ টা ১৮মিনিটে তার শেষ টুইটটি পোস্ট করেন।
বুধবার ট্রাম্পের বেশিরভাগ পোস্ট এই অভিশংসন প্রক্রিয়া অবলম্বনকারী রিপাবলিকান আইন প্রণেতাদের রিটুইট ছিল। রিপাবলিকান ন্যাশনাল কমিটির পোস্টগুলি এবং প্রচারণার ভিডিওগুলি শেয়ার করেন ট্রাম্প। সেগুলো ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ডিরেক্টর ড্যান স্কাভিনোর অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছিল।
ট্রাম্প তার রাষ্ট্রপতি হওয়ার পর রেকর্ডটি ভাঙলেও তার নিজের ব্যক্তগত টুইটার রেকর্ড কিন্তু এখনও অবিকৃত রয়ে গেছে। ২০১৫ সালের ৫ জানুয়ারি ১৬১ টি টুইট করে রেকর্ড করেছিলেন তিনি।
আবার এক ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি টুইট করার ট্রাম্পের রেকর্ড এখনও টিকে আছে। ফ্যাক্টবেস অনুসারে বুধবার তিনি এক ঘন্টায় প্রায় ৪১ টির মতো টুইট পৌঁছেছেন। কিন্তু ডিসেম্বরের ১২ তারিখ এক ঘণ্টায় ৫৮ টি টুইট করেছিলেন ট্রাম্প, প্রতি সেকেন্ডে গড়ে একটি করে!
রেকর্ডতো করাই হয় ভাঙার জন্য, তাই না? রাষ্ট্রপতি বৃহস্পতিবার সকাল ১১টায় টুইট দিয়ে শুরু করেন, আর রাত ১০ টায় শেষ হয় তার এই টুইটার কাণ্ড।