একই গাছে ১০ ধরনের ফল
অস্ট্রেলিয়ার উত্তর ভিক্টোরিয়ার অঞ্চল শেপারটনে একটি গাছে একই সাথে ১০ প্রজাতির ফল ধরেছে।
গাছটির রোপণকারী ও মালিক হুসাম সারাফ, এই বিরল কীর্তির জন্য বিশ্বরেকর্ড দাবি করছেন। সারাফের মতে, তার এক দশকের পরিশ্রমের ফসল এই কীর্তি।
হুসাম ২০০৯ সালে ইরাক থেকে অস্ট্রেলিয়ায় আসেন।
এর আগে টানা দুই দশকব্যাপী একই গাছে পাঁচ রকমের ফল জন্মানোর রেকর্ড ছিল চিলির লুই এইচ ক্যারাস্কোর।
তিনি কলম করে একই গাছে এপ্রিকট, চেরি, নেকটারিন, প্লাম এবং পিচ ধরাতে সক্ষম হোন।
রেকর্ড ভাঙতে সারাফ তাই একই গাছে ১০ রকম ফল ধরানোর প্রচেষ্টা করতে থাকেন।
সারাফের প্রচেষ্টায় একক গাছে সাদা ও হলুদ নেকটারিন, সাদা ও হলুদ পিচ, লাল ও হলুদ প্লাম, পিচকট, এপ্রিকট, আমন্ড এবং চেরি উৎপন্ন হয়।
"কিন্তু আমার আবেদন তারা প্রত্যাখ্যান করেন। কারণ, রেকর্ডের জন্য তাদের পাঁচটি ভিন্ন প্রজাতির প্রয়োজন ছিল, একই ফলের ভিন্ন জাত নয়," জানান হুসাম।
ফলে প্রাথমিকভাবে তাকে লুইয়ের সাথে একই রেকর্ড ভাগ করে নিতে হয়।
এরপরেই প্রতিবাদ করে বসেন হুসাম। তার ভাষায়, "লুইয়ের কলমকৃত পিচ আর নেকটারিন মূলত একই প্রজাতির ফল হলেও গিনেস কর্তৃপক্ষ দুটোকে ভিন্ন ভিন্ন ফল হিসেবে গণ্য করেছিল। আমি বলার পর তারা বিষয়ে খতিয়ে দেখে।"
ফলে লুইয়ের কলমকৃত গাছের সংখ্যা পাঁচ থেকে চারে নেমে যায়। আর পুরনো রেকর্ডের একক অধিকারী হয়ে উঠেন হুসাম।
এখন হুসামের গাছটিকে আমন্ড, পিচ, প্লাম, এপ্রিকট এবং চেরি- এই পাঁচ রকম কলমের জন্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- সূত্র- ডব্লিউআইওএন (ইওন)