ইলন মাস্কের ছেলের নাম X AE A-12 মাস্ক!
গত মে মাসে পুত্র সন্তানের বাবা হয়েছেন মার্কিন কোটিপতি ইলন মাস্ক, মা ইলনের প্রেমিকা গ্রিমস। সেই সন্তানের নাম নিয়েই এবার মেতেছে নেটদুনিয়া।
স্পেসএক্স কর্নাধার নিজের ছেলের নাম রেখেছেন X AE A-12 মাস্ক। কিন্তু এই নামের উচ্চারণ কী হবে? যে যে ভাবে পারছেন উচ্চারণ করছেন। নাম নিয়ে নেটদুনিয়ায় রসিকতাও হচ্ছে প্রচুর। কেউ বলছেন, ''এটা নাম না কি পাসওয়ার্ড!'' এটা সত্যিকারের নাম না 'কোডনেম'? তবে এ নাম উচ্চারণ করতে গিয়ে যে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হবে— সে ব্যাপারে কোন সন্দেহ নেই।
ইলন সম্প্রতি জার্মানিতে গিয়েছিলেন। সেখানে একটি সাক্ষাৎকারে তাকে তার ছেলের নাম জিজ্ঞেস করা হয়। কিন্তু তা উচ্চারণ করতে গিয়ে নিজেই প্রথমে থতমত খান ইলন। পরে হেসে উঠে নিজেই বলেন- 'শুনে মনে হচ্ছে কোন পাসওয়ার্ড'।