ইন্সটাগ্রামে যুক্ত হলেন ডেভিড অ্যাটেনবরো
পরিবেশগত সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন বিখ্যাত ব্রিটিশ সম্প্রচারক, লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবরো।
ইনস্টাগ্রামে তার প্রথম ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমরা ইতোমধ্যেই জানি পৃথিবী পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন। একারণেই আমি এই পদক্ষেপ নিয়েছি। পৃথিবী জুড়ে দাবানল, হিমবাহের বরফ গলে যাচ্ছে, প্রবাল প্রাচীরের অস্তিত্ব সংকটাপন্ন। এই তালিকা বলে শেষ করা যাবে না।'
প্রথম ভিডিও বার্তা পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই ২ লক্ষের বেশি ফলোয়ার যুক্ত হয়েছে এই সম্প্রচারকের অ্যাকাউন্টে। টেনিস খেলোয়াড় স্যার অ্যান্ডি মারে ও ফিটনেস কোচ জো উইকস তাকে স্বাগত জানান।
স্যার ডেভিড জানান, ইনস্টাগ্রামে ভিডিও বার্তার মাধ্যমে তিনি পরিবেশগত সমস্যাগুলো এবং তা থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করবেন। ভিডিওবার্তার শেষে ৯৪ বছর বয়সী এই সম্প্রচারক দর্শকদের উদ্দ্যেশ্যে বলেন, 'আমার সাথে যোগ দিন, অথবা রেডিও সম্প্রচারের পুরনো দিনগুলোর মতো করে বলতে গেলে, সাথেই থাকুন।'
অ্যাকাউন্ট চালানোর বিভিন্ন কাজে তাকে সহযোগিতা করবেন জনি হিউজ এবং কলিন বাটফিল্ড। ভিডিও বার্তাটির সাথে সংযুক্ত বার্তায় তারা লিখে দেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড অভ্যস্ত নন।'
স্যার ডেভিডের নতুন বই ও নেটফ্লিক্স ডকুমেন্টারি 'আ লাইফ অন আওয়ার প্ল্যানেট ' প্রকাশিত হওয়ার কিছুদিন পরই তিনি ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন। এই প্রকৃতিবিদের কর্মজীবন এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের যেই বিপর্যয় তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন তা তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে।
প্রথম ভিডিওবার্তা প্রকাশের ৬ ঘন্টার মধ্যে তার অ্যাকাউন্টে ১০ লাখেরও বেশি ফলোয়ার যুক্ত হয়। গত অক্টোবরে বিখ্যাত অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের ইনস্টাগ্রামে যোগদানের চেয়ে স্যার ডেভিড বেশি সাড়া ফেলতে সক্ষম হবেন কিনা তা দেখার বিষয়। জনপ্রিয় টিভি শো ফ্রেন্ডস এর অভিনেতাদের সাথে একটি ছবি পোস্ট করার পর ১২ ঘন্টার মধ্যে প্রায় ৫ মিলিয়ন ফলোয়ার যুক্ত হয় তার অ্যাকাউন্টে।