অনলাইনে একঘেয়ে মিটিং এড়াতে ফন্দি মেক্সিকোর সাংসদের
করোনা পরিস্থিতিতে ঘরে বসেই চলছে কাজকর্ম। স্কুল-কলেজের পড়াশোনা তো বটেই, দেশের সিদ্ধান্ত গ্রহণকারী আইনপ্রণেতা জনপ্রতিনিধিরাও ব্যস্ত কম্পিউটারের স্ক্রিনের সামনে। বাড়িতে বসে কাজে ফাঁকি দেওয়ার কিন্তু কোন উপায় নেই। কোনও অজুহাত খাটবে না। তবু কলেজের একঘেয়ে ক্লাস এড়াতে যেমন বন্ধুদের প্রক্সির আশ্রয় নেয় ছাত্ররা, ঠিক তেমনি একঘেয়ে মিটিং এড়াতে এক ফন্দি আঁটলেন মেক্সিকোর এই নারী জনপ্রতিনিধি।
মেক্সিকোর কংগ্রেসওম্যান ভ্যালেন্তিনা বাট্রেস গুয়াদারামা সম্প্রতি জুম অ্যাপে ভিডিয়ও কনফারেন্সিয়ের মাধ্যমে এক বৈঠকে যোগ দেন। কিন্তু তিনি সম্ভবত মিটিংয়ে থাকার খুব একটা আগ্রহ পাচ্ছিলেন না। তাই নতুন এক পথ নেন। প্রস্তুতি অবশ্য তিনি আগেই নিয়ে রেখেছিলেন। কেউ যাতে বুঝতে না পারে সে ব্যবস্থাও করতে চেয়েছিলেন।
তবে ধরা পড়ে গেছেন। সেই ফাঁকির ভিডিও এসেছে সামনে। তাতে দেখা যাচ্ছে, বৈঠকের মাঝ পথে ভ্যালেন্তিনার জায়গায় যেন অন্য কেউ এসে বসলেন। তবে তাকেও দেখতে হুবহু ভ্যালেন্টিনার মতোই। তবে একটু ভাল করে দেখলেই বোঝা যাবে নতুন এই ভ্যালেন্তিনার কোন নড়াচড়া নেই, ঠায় বসে আছেন। আসলে ভ্যালেন্তিনা তার জায়গায় নিজের একটি ছবি বসিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রক্সিটা দিচ্ছেন ভ্যালেন্তিনার ছবি।
স্ক্রিনে ভ্যালেন্তিনাসহ মোট ২০ জনকে দেখা যাচ্ছে। সম্ভবত এই ভিড়ের মাঝে তার অদল-বদল কেউ বিশেষ খেয়াল করেননি। তবে রেকর্ড করা ভিডিওটি পরে টুইট করেন ওই বৈঠকে অংশ নেওয়া এক মেক্সিকান আইনজীবী জর্জ গ্যাভিনো আম্ব্রিজ। তিনি আবার মজা করে ভ্যালেন্তিনার উদ্দেশে লেখেন, "আমি প্রথমে ভাবলাম আমার কথা এত মন দিয়ে শুনছেন।"