উত্তরায় চালু হলো ইস্টার্ন ব্যাংকের ২১তম প্রায়োরিটি সেন্টার
রাজধানীর উত্তরা মডেল টাউনে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ২১তম প্রায়োরিটি সেন্টার চালু করেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সেন্টারটির উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোনারগাঁও জনপথ রোডের ক্যানিয়ন টাওয়ারে অবস্থিত ইবিএলের ২১তম এই প্রায়োরিটি সেন্টার গ্রাহকদের ব্যাক্তি-কেন্দ্রিক ও বিশ্ব-মানের ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, ঢাকা ব্রাঞ্চ এরিয়া হেড ফারজানা আলী, হেড অব কার্ডস তাসনীম হোসেন, হেড অব ব্র্যান্ড রিয়াদ ফেরদৌস, উত্তরা সোনারগাঁ জনপথ রোড ব্রাঞ্চ ম্যানেজার ফাহমিদা জেভিনসহ স্থানীয় প্রায়োরিটি গ্রাহকরা উপস্থিত ছিলেন।