নতুন প্রযুক্তির এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই বাজারে

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির পাওয়ার সাপ্লাই ইউনিট (পিএসইউ) দেশের বাজারে নিয়ে এসেছে সুমাইয়া টেকনোলজিস লিমিটেড।
মডেলটির নাম এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাই। ডেস্কটপ পিসির অন্যতম গুরুত্বপূর্ণ এ যন্ত্রাংশে অত্যাধুনিক সব ফিচার রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এসটিএল ক্লাসিক পাওয়ার সাপ্লাইটি উদ্বোধন করেন সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, এস্ট্রাম টেকনোলজিস বিডি'র ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মিজানুর রশিদ চৌধুরী, সুমাইয়া টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা জাহান লিমা, ওম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট্রের (উই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ, স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান আদনান আহমেদসহ সুমাইয়া টেকনোলজিসের অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা।