৩৬০° স্বাস্থ্যসেবা নিয়ে এলো মেডিকো অ্যাপ

সারাদেশে ২৪ ঘন্টা ৩৬০° স্বাস্থ্যসেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো "মেডিকো বায়ো লিমিটেড"।
প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা হাতের মুঠোয় আনতেই গত বৃহস্পতিবার থেকে সেবাটি সারাদেশে চালু করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেয় মেডিকো।
মেডিকো বায়ো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা নাজমুল আলম নোমান,' স্বাস্থ্যসেবার সহজ সমাধান দিতেই আমাদের এই মেডিকো। ২৪ ঘন্টা অডিও ও ভিডিও কলে ডাক্তারদের পরামর্শসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা মেডিকো অ্যাপটি বাজারে এনেছি। আগামী মাসের ৫ তারিখ পযন্ত সকল ধরনের ডাক্তারি পরামর্শ ফ্রি। এর জন্য কোন চার্জ দেওয়া লাগবে না। দেশের যে কোন প্রান্ত থেকে, যে কোন সময়েই এই সেবা পাওয়া যাবে।