‘অল স্কুল ৯৯ খুলনা’র লোগো উন্মোচন

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুলনার এস এস সি ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন অল স্কুল ৯৯ খুলনা'র লোগো উন্মোচন করা হয়েছে।
'বন্ধুত্ব বাঁচুক বন্ধুর হৃদয়ে' শ্লোগানের মধ্য দিয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বুধবার নগরীর একটি হোটেলে "অল স্কুল ৯৯ খুলনা" গ্রুপের লোগো উন্মোচিত হয়। উক্ত অনষ্ঠানের মধ্য দিয়ে আগামী ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এছাড়াও আরো উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটির পরিচালক বদরুল আলম রয়ের, সজিব ওয়াজেদ জয় পরিষদ খুলনা মহানগরের সভাপতি শেখ জিয়ায়ুর রহমান, এ্যাডমিন মৌসুমী ফেরদাউস চৌধুরী ও তাছনিন তানা সহ অন্যান্য কার্যকরী সদস্যরা।