সফটলোনে সাইকেল পেল ঢাবি শিক্ষার্থীরা
মাসিক ১ হাজার টাকা কিস্তি পরিশোধের শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ১০ শিক্ষার্থীকে সাইকেল কিনে দিয়েছে 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম' নামে একটি সংগঠন।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র -শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ সাইকেলগুলো হস্তান্তর করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীকে সাইকেল কিনে দেবেন তারা।
সাইকেল প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রকল্পটির উদ্যোক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার এবং মানবিক বন্ধুসংঘের প্রতিষ্ঠাতা ও এই প্রকল্পের উদ্যোক্তা সিদ্দিকী মহসীন পাটওয়ারী । এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের নেতারাও উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের উদ্যোগে ঢাবি ক্যাম্পাসের দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণের জন্য কয়েক মাস আগে তাদের ফেসবুক গ্রুপে একটি সার্কুলার দেওয়া হয়। সেই সার্কুলারের ভিত্তিতে ২৪১ জন শিক্ষার্থী সাইকেলের জন্য আবেদন করেন। পরে ভাইভা বোর্ডে ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ভাইভার মাধ্যমে ৬০ জনকেই চূড়ান্ত করা হয়। প্রথম ধাপে ১০ জনকে বাছাই করে তাদেরকে সাইকেল নেওয়ার জন্য আজ টিএসসিতে ডাকা হয়।
অনুষ্ঠানে জুলিয়াস সিজার তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সমস্যায় জর্জরিত। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা সব সময়ই পাশে ছিলাম। সাইকেল প্রদান ছাড়াও ভবিষ্যতে আরও বড় প্রকল্প হাতে নেওয়া হবে। আমরা চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাসি ফোটাতে।
অন্য উদ্যোক্তা সিদ্দিকী মহসীন পাটওয়ারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেকাংশ টিউশনি বা পার্ট-টাইম চাকুরি করে তাদের অর্থ সংস্থান করে থাকে। আর এর জন্য তাদের যাতায়াত ভাড়া ও অনেক সময় নষ্ট হয়ে থাকে। অনেক শিক্ষার্থী চেয়েছিল এমন উদ্যোগ নিলে তাদের জন্য উপকার হয়। তাই আমরা মেধাবীর দ্রুতি নামে প্রকল্পটি হাতে নিয়েছি। সবার অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতায় আমরা এই প্রকল্প সফল করতে পারবো বলে বিশ্বাস করি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের সাইকেল প্রকল্প পরিচালক হাবিবুর রহমান রবিন জানান, প্রাথমিকভাবে ১০ জনকে দেওয়া হয়েছে। প্রতি মাসে এভাবেই বাকি ৫০ জনকে ধাপে ধাপে সাইকেল দেওয়া হবে।