শোক দিবসে ডেইরি ফার্মারস এসোসিয়েশনের দোয়া মাহফিল

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুগ্ধ ও মাংস খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএ)খামারিদের নিয়ে আলোচনা, দোয়া এবং গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।
রবিবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরসস্থ বিডিএফএ এর কেন্দ্রীয় অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খামারি সংগঠনের কেন্দ্রীয় নেতৃস্থানীয়রা খামারিদের দুধ ও মাংসের সুষ্ঠ বাজারজাতকরণ, বিদেশ থেকে নিম্নমানের গুড়া দুধ এবং হিমায়িত মাংস আমদানী বন্ধ, পশুখাদ্যের উচ্চমূল্যের লাগাম টেনে ধরা, খামারের বিদ্যুৎ বিল বানিজ্যিক আওতামুক্ত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রেসিডেন্ট ইমরান হোসেন।
এ সময় সাধারণ সম্পাদক শাহ এমরান, ভাইস প্রেসিডেন্ট আলী আজম রহমান শিবলী সহ সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷