প্রি-অর্ডারে ‘কবিতা করুণার নয়’ ও ‘মনের ভিতর’

২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় প্রতিশ্রুতিশীল লেখক রথীন্দ্রনাথ সরকারের প্রথম আত্ন-উন্নয়নমূলক বই 'স্বপ্ন পূরণের পাঁচ'। সেটি পাঠকমহলে ব্যাপক সাড়া জাগায়। এরপর প্রকাশিত হয় 'যুদ্ধ ও জীবনের গল্প'।
শিগগিরই প্রকাশিত হচ্ছে তার রোমান্টিক উপন্যাস 'মনের ভিতর' এবং কাব্যগ্রন্থ 'কবিতা করুণার নয়'।

কাব্যগ্রন্থের ভূমিকায় উত্তম কুমার দাস বলেন, 'কাব্যটিতে বিভিন্ন আকারের ৭৮টি কবিতা সংকলিত হয়েছে, যা কবির দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। কাব্যটির ভাব বৈচিত্য হয়ে উঠেছে অনন্যতার দাবিদার। কারণ কবিতাগুলোর মাঝে রূঢ় বাস্তবতা, রোমান্টিকতা, আত্মতন্ময়তা প্রভৃতি নানা ভাবের সমাবেশ ঘটেছে।'
বই দুইটি প্রকাশ করছে অনন্যা। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
রথীন্দ্রনাথ সরকার অমর একুশে গণ-গ্রন্থগারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দিয়ে যাচ্ছে তার প্রতিষ্ঠান।

'কবিতা করুণার নয়' বইটি থেকে উপার্জিত আয় অমর একুশে গণ-গ্রন্থাগারের উন্নয়নে ব্যয় করা হবে। এখন অনলাইন বুক শপ রকমারি ডটকমের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে 'কবিতা করুণার নয়' ও 'মনের ভিতর'।
রথীন্দ্রনাথ সরকার বলেন, 'কবিতা তো বিষাদের নয়! কবিতা করুণার নয়। কবিতা শুধু ভালোবাসারও নয়। কবিতায় জেগে উঠুক প্রকৃতির মতো স্বচ্ছ, নির্মল প্রেমময় জীবনবোধ।'