ত্রাণ সহযোগিতায় বিসিএস ৯ম ব্যাচ ফোরাম
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে বিসিএস ৯ম ব্যাচ ফোরাম। সংগঠনটির আর্থিক সহযোগিতায় এবং ঢাকা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ১৫০ জন নরসুন্দর, ১৫০ জুতার কারিগর এবং ১০০ জন তৃতীয় লিঙ্গের মানুষসহ মোট ৪০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফোরামের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার নির্দেশনায় সার্কেল অফিসারের কার্যালয়, তেজগাঁও উন্নয়ন সার্কেল, দোলাইপাড়, ঢাকা-এর অফিস মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে.এম. তরিকুল ইসলাম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ, ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মমিন উদ্দিন, তেজগাঁও উন্নয়ন সার্কেলের সার্কেল অফিসার বীথি দেবনাথ এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাসহ ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধারাবাহিকভাবে নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।