চোটাক্রান্ত তাসকিন কেন সহ-অধিনায়ক, জানালেন প্রধান নির্বাচক
ঘোষণা না দিলেও ১৩ মে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু তাসকিন আহমেদের চোটের কারণে এটা পিছিয়ে যায়, নতুন তারিখ দেওয়া হয় ১৪ মে। এর আগে অপেক্ষা ছিল ডানহাতি এই পেসারের এমআরআই রিপোর্টের। সেই রিপোর্ট আসার পর দল প্রায় চূড়ান্ত হয়ে যায়। পরের দিন ঘোষণা এলো, তাসকিন আছেন বিশ্বকাপে দলে। কেবল দলে থাকাই নয়, বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়কও তিনি।
একদিন আগেও যার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা ছিল, তাকেই করা হলো নাজমুল হোসেন শান্তর ডেপুটি। সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়াকর্মীদের মাঝে তখন এক প্রকারের বিস্ময়! যে বিস্ময় দূর করতে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, তাসকিনকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত তাদের নয়। বিসিবির সিদ্ধান্তে তাকে সহ-অধিনায়ক করা হয়েছে।
প্রধান নির্বাচক বলেন, 'এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি, এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে, তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসকিন আহমেদকে বিবেচনা করেছে।'
বাংলাদেশের হয়ে ৯ বছর ধরে খেলছেন তাসকিন, দলে পেস বিভাগের নেতৃত্বে আছেন তিনিই। দলে ভূমিকা, অভিজ্ঞতা মিলিয়ে তাসকিনকে এটার দাবিদারই মনে করা হয়েছে। গাজী আশরাফের ভাষায়, 'তিনি আরেক প্রজন্মের উদীয়মান খেলোয়াড়, একটা বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফরম্যাটে। সে জন্য হয়তো তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করছে বিসিবি।'
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বুধবার দিবাগত রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্ব আসরের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ২১, ২৩ ও ২৫ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এই সিরিজে খেলা হবে না তাসকিনের। বিশ্বকাপের দুই-একটি ম্যাচও মিস করতে পারেন তিনি।
অনিশ্চয়তায় থাকা ক্রিকেটারকে দলে নিয়ে তাকে সহ-অধিনায়ক করার এমন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? প্রধান নির্বাচক অবশ্য তাসকিনকে নিয়ে আশাবাদী, 'এটা মেডিকেল কমিটি হয়তো আপনাদের আপডেট করতে পারবে। যতোটুকু তথ্য জানা আছে, ওই তথ্যের আলোকে আমরা আশা রাখছি তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে।'
'আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।' যোগ করেন গাজী আশরাফ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ চলাকালীন চিকিৎসা চলবে শরীরের ডান পাশের মাংসপেশিতে চোট পাওয়া তাসকিনের। সুস্থ হয়ে উঠলে খেলবেন বিশ্বকাপে। আর সেটা না হলে কপাল খুলতে পারে হাসান মাহমুদের। ডানহাতি এই পেসার বাংলাদেশের বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন। তাসকিনের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তাকে দলের সঙ্গে নেওয়া হচ্ছে।
বিশ্বকাপে তাসকিনকে নিয়ে শঙ্কা ও তার বিকল্প নিয়ে প্রধান নির্বাচক বলেন, 'যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।'